অনেকেই আশ্রয় স্থলে স্থান নিয়েছে, যেহেতু পানি চারিদিকে সেহেতু পানিবাহিত রোগ ও ছড়াতে পারে।
এই বিষয়টি বিবেচনা করে
মানবতা এবং চৌকস বুদ্ধিমান এর পরিচয় আবারো দিলেন এই ছাত্রনেতা!
আশ্রয় স্থলে ডাক্তার নিয়ে গিয়ে চিকিৎসার ব্যাবস্থা, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
অতপর স্থানীয়, ইক্তা লুনা এবং আয়শা আক্তার পুতুল এর সহযোগিতায় রাতের খাবার এর ব্যাবস্থা করা হয় পূর্বের মতোই,
রংপুরের ছাত্রলীগের গর্ব,
রংপুর মহানগর ছাত্রলীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক
শাহজাহানুর ইসলাম সৌরভ এর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।